ঢাকা | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

টঙ্গীর কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৩ ২৩:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ মে ২০২৩ ২৩:৩৯

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার দুপুর দেড়টার দিকে টঙ্গীর পাগাড় এলাকায় হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড-এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা ইকবাল হাসান। 

ইকবাল হাসান আরো বলেন, কারখানার ভেতরে একটি গুদামে তুলা ও কারখানার উৎপাদিত সুতা মজুদ করা ছিল। আগুন বাড়তে থাকায় উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
 
সূত্র:ইউএনবি


আপনার মূল্যবান মতামত দিন: