odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

স্কুলে দুর্গন্ধ ছড়িয়ে পরায় হাসপাতালে ৬ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ May ২০২৩ ১৯:৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ May ২০২৩ ১৯:৪৪

স্কুল চলছিল। তারমধ্যেই ছাত্রছাত্রীদের নাকে আসে তীব্র দুর্গন্ধ, যা কিনা অবিকল মলমূত্র বা বমির মতো। আর এতে অসুস্থ হয়ে পড়তে শুরু করে শিক্ষার্থীরা।

গত বুধবার টেক্সাস অঙ্গরাজ্যের ক্যানে ক্রিক হাইস্কুলে  প্রথম দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ফলে স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। দুর্গন্ধ কোথা থেকে ছড়িয়েছে, তা বের করতে পুরো স্কুল ভবনে খোঁজ চালান ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে দুর্গন্ধের কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি।

 দুর্গন্ধ এল কোথা থেকে এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে সামনে আসে অবাক করা এক তথ্য। গত শুক্রবার স্কুলেরই এক শিক্ষার্থী স্বীকার করে, দুর্গন্ধযুক্ত রাসায়নিক স্প্রে করেছে সে। তবে স্কুল কর্তৃপক্ষের বিশ্বাস, সে একা নয়, সঙ্গে জোট বেঁধে এ কাজ করেছে কয়েকজন শিক্ষার্থী।

স্থানীয় ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, ওই স্প্রের নাম ‘হেনসগাউক্ট ফার্ট স্প্রে’। 



আপনার মূল্যবান মতামত দিন: