odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ভারতে রেলিং ভেঙে বাস নিচে পড়ে নিহত ১৫

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ May ২০২৩ ২০:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ May ২০২৩ ২০:৪৫

ভারতে মধ্যপ্রদেশ রাজ্যের খারগোনে সেতুর রেলিং ভেঙে বাস নিচে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঘটে এই দুর্ঘটনা।

পুলিশ সুপার (এসপি) ধরম বীর সিং জানিয়েছেন, মধ্যপ্রদেশের খারগোনে সেতু থেকে একটি বাস পড়ে যাওয়ার পর অন্তত ১৫ জন নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

তিনি বলেন, নদীতে পানি নেই। দুর্ঘটনায় তিন শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছয়জন নারী। আহত যাত্রীদের খারগোন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনার পর বাসের চালকের সন্ধান পাওয়া যায়নি। 

সরকার মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে চার লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। দুর্ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন, তাদের প্রত্যেককে ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের প্রত্যেককে ২৫ হাজার রুপি করে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: