odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

এপ্রিলে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ 'ফখর জামান'

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১০ May ২০২৩ ১৮:০৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১০ May ২০২৩ ১৮:০৭

এপ্রিল মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান ও শ্রীলঙ্কার প্রবাথ জয়সুরিয়াকে পেছনে ফেলে তিনি এপ্রিলের সেরার পুরস্কার জিতেছেন। আজ মঙ্গলবার গত মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এপ্রিল মাসের শেষের দিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই জোড়া সেঞ্চুরি করেন ফখর। দুই ওয়ানডেতে যথাক্রমে- ১১৭ ও অপরাজিত ১৮০ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। দুই সেঞ্চুরিতে প্রথমবারের মত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসেন। ২০২২ সালের নভেম্বরের পর পাকিস্তানের কোন ক্রিকেটার হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-নির্বাচিত হলেন  ফখর। সর্বশেষ পাকিস্তানের নারী ক্রিকেটার সিদরা আমিন সেরা হয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: