odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বাখমুত থেকে সরে গেছে রুশ সেনারা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ May ২০২৩ ২২:০০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ May ২০২৩ ২২:০০

বাখমুত ছেড়ে সরে গেছে মূল রুশ সেনারা। বাখমুতে এখন ওয়াগনার বাহিনী অভিযানের নেতৃত্ব দিচ্ছে। রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, ‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বাহিনী শহরের একটি প্রান্ত থেকে সরে গেছে। ফলে ওদিকটা অরক্ষিত হয়ে গেছে।’

প্রিগোজিনকে পুতিনের শেফ বলা হয়। কারণ তিনি আগে ক্রেমলিনের ক্যাটারিং কন্ট্রাক্ট পেয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন, ‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ করার চেয়ে চেঁচামেচি বেশি করছে।’

রাশিয়ার সেনা এমন গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে কেন পালাল, তারও ব্যাখ্যা দিয়েছেন প্রিগোজিন। তিনি বলেছেন, ‘রাশিয়ার কামান্ডাররা বোকার মতো নির্দেশ দিচ্ছে। তাদের এই ধরনের নির্দেশের জন্যই সেনা পালিয়েছে। বোকার মতো নির্দেশের জন্য সেনা মারা যাবে তা হয় না।’ বাখমুত অধিকারের জন্য ওয়াগনারের ওপরই নির্ভর করছে রাশিয়া। গত কয়েক মাস ধরে লড়াই করেও বাখমুতে ইউক্রেনের সেনাকে পুরোপুরি সরানো যায়নি। কিছুদিন আগে ওয়াগনার বাহিনী জানিয়েছিল, তাদের অস্ত্র ও গোলাবারুদ না দিলে তারা বাখমুত ছেড়ে চলে আসবেন। তারপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অস্ত্র ও গোলাবারুদ দেওয়ার কথা জানায়।

 



আপনার মূল্যবান মতামত দিন: