odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ইসিকেই করতে হবে: ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ August ২০১৭ ১৯:৫৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ August ২০১৭ ১৯:৫৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে। তিনি বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ইসিকেই। এটা না করে গতানুগতিক ভাবে নির্বাচনের চেষ্টা করলে দেশ ও জনগণের কোন ফায়দা হবে না।
বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে দলের এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, যুবনেতা কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নেছার উদ্দিন, হারুন অর রশিদ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: