odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ইমরান খান ক্ষমতার অপব্যবহার করেছেন: বিলাওয়াল ভুট্টো

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ May ২০২৩ ০০:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ May ২০২৩ ০০:৩৩

গণমাধ্যমে দেওয়া ভাষণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো  বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সরকারে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করেছেন। 

তিনি বলেন, গুরুতর অভিযোগে ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) মামলাটির তদন্ত করছে। তারা পাকিস্তানে ১৯০ মিলিয়ন পাউন্ড পাঠাতে চেয়েছিল। ইমরানকে পাকিস্তানের অর্থ ফেরত দেওয়ার সুযোগ দিয়েছিল। তিনি তার ক্ষমতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদের অপব্যবহার করেছেন।

ইমরান খানকে গত মঙ্গলবার বিকেলে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ইমরানকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার মাথায় ও পায়ে আঘাত করা হয়েছে। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তান।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: