odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ May ২০২৩ ০২:৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ May ২০২৩ ০২:৪৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত।

ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এক আবেদনের শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি ওই নির্দেশ দেন। প্রধান বিচারপতি বলেন, আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তারের ঘটনাটি বেআইনি।

ইমরান খানকে গ্রেপ্তারের বৈধতা নিয়ে এক আবেদনের ওপর আজ বৃহস্পতিবার বিকেলে দেশটির সুপ্রিম কোর্টে শুনানি হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি নেন।   

গত মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে এনএবি। পরে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: