odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

রাজশাহীতে অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ দর্শকের জন্য উন্মুক্ত

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ May ২০২৩ ১৯:১১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ May ২০২৩ ১৯:১১

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী ১৩, ১৫ ও ১৭ মে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার তিনটি ম্যাচ দর্শকদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এমন ইতিবাচক সিদ্ধান্তে বিসিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাসিক মেয়র। 

বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার বলেন, রাজশাহীর ক্রীড়াপ্রেমী মানুষদের কথা বিবেচনায় নিয়ে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী ১৩ মে ৪র্থ ও ১৫ মে পঞ্চম ওয়ানডে এবং ১৭ মে টি-টোয়েন্টি টুর্নামেন্টটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। 



আপনার মূল্যবান মতামত দিন: