odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

রবিবার উড়বে হজ্জ যাত্রীদের বিমানের প্রথম ফ্লাইট

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ May ২০২৩ ২৩:০৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ May ২০২৩ ২৩:০৪

বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে রবিবার ভোরে এ বছর প্রথম ফ্লাইটটি উড়বে। ৪১৯ হজযাত্রী নিয়ে এদিন ভোর রাত ৩টা ২০ মিনিটে সৌদি আরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও মুখপাত্র তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে প্রথম এই হজ ফ্লাইট ছেড়ে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা এলাকার হাজী অফিসে এবারের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: