odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

মেক্সিকোতে গুলিতে নিহত ১০

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ May ২০২৩ ০২:৩৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ May ২০২৩ ০২:৩৬

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে একটি মোটর রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০ জন প্রতিযোগী নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর উত্তরাঞ্চলীয় বাজা ক্যালিফোর্নিয়া প্রদেশের শহর এনসেনাডাতে এ ঘটনায় আহত হয়েছে ৯ জন।

এতে বলা হয়েছে, প্রতিযোগীরা একটি মোটর রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য একটি হাইওয়ের পাশে গাড়ি পার্ক করে যখন দাঁড়িয়ে ছিলেন, তখন পিকআপ ট্রাকে আসা বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

এক বিবৃতিতে এনসেনাডার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।

বাজা ক্যালিফোর্নিয়া প্রদেশের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে এবং হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে একটি 'বিশেষ তদন্ত দল' গঠন করা হয়েছে।

 


আপনার মূল্যবান মতামত দিন: