odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

দু'আ তিনবার করে পুনরাবৃত্তির ফজিলত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ May ২০২৩ ০১:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ May ২০২৩ ০১:০১

দু'আ করার বেলায় কোনো জিনিস তিনবার চাওয়া বেশ উৎসাহমূলক একটি আদব। এতে দুআকারীর প্রয়োজনের মাত্রা বোঝা যায়।

নবীজি অনেক হাদিসে তিনবার করে কোনো একটি দু'আ পুনরাবৃত্তির নজির আছে। ইবনে মাসউদ বলেছেন- "সালাত শেষে নবিজি তাঁর গলা চড়িয়ে ওদের (নির্যাতনকারী কুরাইশ নেতা) বিরুদ্ধে দুআ করেছেন। প্রতিটি দুআ তিনবার করে পুনরাবৃত্তি করেছেন। তিনি চাইলে তিনবার করে চাইতেন।"

তিনি বললেন- "আল্লাহ, কুরাইশদের দুর্ব্যবহারের জবাব আপনার ওপর ছেড়ে দিলাম। আল্লাহ, কুরাইশদের দুর্ব্যবহারের জবাব আপনার ওপর ছেড়ে দিলাম। আল্লাহ, কুরাইশদের দুর্ব্যবহারের জবাব আপনার ওপর ছেড়ে দিলাম।" [বুখারি ৪২০, মুসলিম ১৭৯৪] 

নবীজি বলতেন- কেউ যখন তিনবার করে জান্নাত চায়, তখন জান্নাত বলে, “আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান!” আর কেউ যখন তিনবার করে জাহান্নাম থেকে আশ্রয় চায়, তখন জাহান্নাম বলে, “আল্লাহ, তাকে জাহান্নাম থেকে বাঁচান।’ [তিরমিজি, নাসাই, হাকিম। সহিহুল-জামি ৬২৭৫] 



আপনার মূল্যবান মতামত দিন: