odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

আফগান সিরিজ কঠিন হবে: তামিম

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৩ June ২০২৩ ২০:৩১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৩ June ২০২৩ ২০:৩১

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হবে কঠিন। এমনটি মনে করেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আফগান সিরিজ সামনে রেখে এরই মধ্যে প্রি-ক্যাম্প শুরু হয়েছে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের আগামীকালের মধ্যে চলে আসার কথা। তিনি এলে ক্যাম্প শুরু হবে। 

শুক্রবার বনানীতে এক অনুষ্ঠানে তামিম বলেন, ‘কোচ এলে স্কিল ক্যাম্প শুরু হবে। আফগানিস্তানের বিপক্ষে সবসময় ভালো সিরিজ হয়। তারা মানসম্পন্ন দল। আজ (শুক্রবার) তাদের পারফরম্যান্স হয়তো দেখেছেন সবাই। তারা শ্রীলংকাকে হারিয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের তিন বিভাগেই ভালো খেলতে হবে। কঠিন সিরিজ হবে। তাদের বোলিং আক্রমণ মানসম্পন্ন। টেস্ট দিয়ে শুরু করব। মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা টেস্ট নিয়েই চিন্তা করছি।’ 

 



আপনার মূল্যবান মতামত দিন: