odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 14th December 2025, ১৪th December ২০২৫

পেসার মুশফিককে সাকিবের অভিনন্দন

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৯ June ২০২৩ ১৬:১৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৯ June ২০২৩ ১৬:১৬

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী তরুণ পেসার মুশফিক হাসান। 

বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মুশফিক হাসান। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন তার অনুপ্রেরণা, জাতীয় দলে ডাক পাওয়া ও স্বপ্ন নিয়ে।

অনুশীলনে সাকিবের সঙ্গে কথা হওয়া নিয়ে মুশফিক বলেছেন, ‘সাকিব ভাই বলেছেন, অভিনন্দন মুশফিক। চালিয়ে যা।’ 

এবার ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবের সঙ্গে মোহামেডানে খেলেছেন মুশফিক। সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে ওভাবে কথা হয়নি। ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অনেক সহায়তা করছেন। যখন মাঠে খেলছিলাম, তখন বুঝিয়ে দিতেন, এটা করো, ওটা করো। যেটাই জিজ্ঞাসা করেছি, সুন্দরভাবে উত্তর দিয়েছেন।’

 



আপনার মূল্যবান মতামত দিন: