odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 14th December 2025, ১৪th December ২০২৫

একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আফগানিস্তান ক্রিকেট দল

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১০ June ২০২৩ ২১:১৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১০ June ২০২৩ ২১:১৫

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে আজ সকালে ঢাকায় পা রাখেন আফগানরা। ইনজুরির কারণে দলটির তারকা ক্রিকেটার রশিদ খানকে সফর সঙ্গী করতে পারেনি তারা। দলে নেই মুজিবুর রহমানের মতো স্পিনারও। 

শনিবার বেলা ১১টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আফগানিস্তান দলের প্রথম বহর। এই বহরে আফগান টেস্ট স্কোয়াডের ১০ ক্রিকেটার এসেছেন। এদিনই দলের দ্বিতীয় বহর ঢাকায় আসার কথা রয়েছে। এদিকে ঢাকা পৌঁছেই দলটি সরাসরি হোটেলের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান দল। সিরিজের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১৪ জুন সকাল ১০টায়।



আপনার মূল্যবান মতামত দিন: