odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে এশিয়ায় আর্জেন্টাইন দল

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ June ২০২৩ ১৯:১৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ June ২০২৩ ১৯:১৪

এশিয়া সফরে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। প্রীতি ফুটবল ম্যাচ খেলতে দল নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে অনুশীলন করছেন লিওনেল মেসিরা। আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসি বাহিনী।

আগামী ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া।

গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সাক্ষাৎ হয়েছিল দুই দলের। ওই ম্যাচে মেসি ও হুলিয়ান আলভারেজের গোলে আর্জেন্টিনা ২-১ গোলে জিতেছিল। ওয়ার্কার্স স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৬৮ হাজার। আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে একটি ট্রফি, যা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: