odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

তিনটি চলচিত্র উৎসবে যাচ্ছে ‘ডুব’

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১১ September ২০১৭ ২০:২৬

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১ September ২০১৭ ২০:২৬

তিনটি বড় মাপের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মোস্তাফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ( নো বেড অব রোসেস) ছবিটি । ‘ডুব’ এল গোনা ফিল্ম ফেস্টিভাল, বুসান ফিল্ম ফেস্টিভাল এবং ভ্যান্কুভার ফিল্ম ফেস্টিভালে প্রর্দশিত হবে। এল গোনা ফিল্ম ফেস্টিভালে এটি লড়বে এই বছরের আলোচিত কিছু ছবির সঙ্গে। যেসবের মধ্যে থাকছে বার্লিন ফেস্টিভালে সেরা পরিচালকের পুরস্কার বিজয়ী আকি কারুসমাকির ছবি ‘আদার সাইড অব হোপ’, ভেনিসে সেরা অভিনেতার পুরস্কার জয়ী ছবি ‘ইনসাল্ট’, লোকার্নো জয়ী ‘স্ক্যারি মাদার’, ট্রাইবেকা জয়ী ‘সন অব সোফিয়া’ ছাড়াও এই বছর ভেনিস প্রতিযোগিতার আরো কিছু ছবি। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ইরফান খান ফিল্মস ও এসকে মুভিজ। আগামী ২৭শে অক্টোবর বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি দেশে একসঙ্গে ‘ডুব’ মুক্তি পাবে। এবারের মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ডুব’ ছবিটি প্রদর্শিত হয়ে দারুণ সাড়া ফেলে। ছবিটি গত ২৮ ও ২৯শে জুন মস্কোর দুটি সিনেমা হলে দেখানো হয়। উৎসবের সমাপনী দিনে রুশ সাপ্তাহিক কমেরসান্ত উয়েকেন্ড জুরি পুরস্কার পায় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি।



আপনার মূল্যবান মতামত দিন: