odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

বিজেপিকে হারানোর ফর্মুলা জানালেন অখিলেশ যাদব

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ June ২০২৩ ০৩:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ June ২০২৩ ০৩:১০

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর নতুন ফর্মুলা দিলেন উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। উত্তর প্রদেশের ৮০ আসনেই বিজেপিকে ধরাশায়ী করতে চান অখিলেশ।

অখিলেশ বলছেন, উত্তর প্রদেশে এখন একটাই স্লোগান- ৮০ আসনে হারাও, বিজেপিকে ভাগাও। বড় জাতীয় দলগুলো যদি আমাদের সাহায্য করে, তাহলে আমরা বিজেপিকে সব আসনে হারাতে পারি। এর আগে বিজেপিকে হারানোর ফর্মুলা সামনে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 



আপনার মূল্যবান মতামত দিন: