odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

আগারগাঁও থেকে মতিঝিলে অক্টোবর থেকে মেট্রোরেল চলবে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ June ২০২৩ ১৯:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ June ২০২৩ ১৯:২২

আগামী অক্টোবর মাসে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোলের লাইন ছয়ের আয়োজিত এক  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী অক্টোবর মাসে মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেলের এই অংশের উদ্বোধন করবেন। এ বিষয়টা জানার সকলেরই আগ্রহ ছিল।

নির্বাচনের আগেই চালু করা হবে। প্রথমে বিমানবন্দর থেকে তেজগা পর্যন্ত অংশ খুলে দেওয়া হবে।তিনি বলেন, আমাদের মোট ছয়টি এমআরটি লাইন। ২০৩০ সালের  মধ্যে কাজ শেষ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: