odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ June ২০২৩ ১৯:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ June ২০২৩ ১৯:৩৭

দেশের চারটি বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী তিনদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে। সোমবার এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: