odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫

গ্রিসে নৌকাডুবি, পাকিস্তানে শোকের ছায়া

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২২ June ২০২৩ ১৯:০০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২২ June ২০২৩ ১৯:০০

গ্রিস উপকূলের কাছে ভূমধ্যসাগরে গত সপ্তাহে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে পাকিস্তানের তিন শতাধিক নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পাকিস্তানশাসিত কাশ্মীরের ছোট্ট গ্রাম বান্দালিতে নেমে এসেছে শোকের ছায়া।


বান্দালির জনসংখ্যা ১২ হাজার। সেখানকার বাসিন্দাদের মতে নৌকাডুবির পর প্রায় ২২ জনের খোঁজ মিলছে না। গ্রিসের কর্তৃপক্ষ একদিকে মৃতদের হিসাব করার চেষ্টা করছে, অন্যদিকে বান্দালি গ্রামে বসে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা আহাজারি করছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: