odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

দেশে ৫ মাসে ৪২ হাজার মাদকের মামলা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ June ২০২৩ ১৬:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ June ২০২৩ ১৬:০৮

চলতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে সারা দেশে প্রায় ৪২ হাজার (৪১ হাজার ৭৫৯টি) মাদকের মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৫১ হাজার ৮৩৪ জনকে। গ্রেপ্তার করা হয়েছে ১১ হাজার ২৩১ জনকে। গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী খুঁজে পাচ্ছে না ৪০ হাজার ৬০৩ জনকে।

মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে চার শতাধিক মাদক কারবারি নিহত হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং দেশে চিহ্নিত হয়েছে মাদক চোরাচালানের অন্তত ১২টি রুট।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংকটাডের গত ৮ জুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদকের কারণে প্রতিবছর বাংলাদেশ থেকে ৪৮১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় পাঁচ হাজার ১৪৭ কোটি টাকা) পাচার হয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যে আজ সোমবার (২৬ জুন) পালিত হচ্ছে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩। 



আপনার মূল্যবান মতামত দিন: