odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

মোহনগঞ্জে পল্লীবিদ্যুৎ অফিসে হামলা, আহত ৩

মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা) | প্রকাশিত: ২৬ June ২০২৩ ১৭:৩৮

মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা)
প্রকাশিত: ২৬ June ২০২৩ ১৭:৩৮

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে হামলার ঘটনা ঘটেছে। এতে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কালামসহ অফিসের তিনজন আহত হয়েছেন।

রোববার (২৫ জুন) সকাল ১০টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসে হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন মোহনগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম (৫৫), পিয়ন শরীফুল ইসলাম (২৬) ও গাড়ি চালক আব্দুল্লাহ হোসেন খান (৩০)।

আহতদের মধ্যে ডিজিএম আবুল কালাম ও পিয়ন শরীফুল ইসলামকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চালক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

অভিযুক্ত জহিরুল ইসলাম রিপন মোহনগঞ্জ শহরের নওহাল গ্রামের (স্টেশনের পশ্চিমপাশে) মো. ইসমাইলের ছেলে। তিনি ঠিকাদারি করেন। 

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী বিপ্লব সরকার বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ডিজিএম আবুল কালাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম বলতে চাননি ওসি। 

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তবে তাদের ধরতে অভিযান চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: