odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৮ June ২০২৩ ১৬:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৮ June ২০২৩ ১৬:১৬

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া হলে জাতীয় ঈদগাহের বদলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৭টায় প্রথম জামাত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। এরপর সকাল ৮টায় দ্বিতীয়, সকাল ৯টায় তৃতীয়, সকাল ১০টায় চতুর্থ এবং সকাল ১০টা ৪৫ মিনিটে শেষ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকার মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 



আপনার মূল্যবান মতামত দিন: