odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

বিশ্বের 'সবচেয়ে নিচু গাড়ি', নেই কোনো দরজা-চাকা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ July ২০২৩ ১৮:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ July ২০২৩ ১৮:১৮

সম্প্রতি নেট দুনিয়ায় এমন একটি গাড়ির ভিডিও চিত্র ভাইরাল হয়েছে যার কোনো দরজা নেই। আর চাকার অংশ একদমই দেখা যায় না।

ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি রাস্তায় চলছে। তবে গাড়িটির কোনো চাকা বাইরে থেকে দেখা যাচ্ছে না। এ ছাড়া দরজাও দৃশ্যমান নয়। তবে জানালাগুলো দেখা যায়। কালো কাচের জানালা হওয়ায় গাড়ির ভেতরে কী আছে, সেটাও দেখা যাচ্ছে না।

তবে প্রতিবেদনে গাড়িটির উচ্চতা কত- তা বলা হয়নি।


উল্লেখ্য, সবচেয়ে নিচু গাড়ি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে জাপানের ৪৫ দশমিক ২ সেমি উচ্চতার 'মিরাই'।





আপনার মূল্যবান মতামত দিন: