odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫

দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ হাজি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ July ২০২৩ ১৬:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ July ২০২৩ ১৬:০১

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন পাঁচ হাজার ৯২০ জন। তিন এয়ারলাইন্সের মোট ১৬টি ফ্লাইটে দেশে ফিরেন তারা। এই ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত দু’টি, সৌদিয়া এয়ারলাইন্সের সাতটি এবং ফ্লাইনাসের সাতটি। 

ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে ৪২তম হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।



আপনার মূল্যবান মতামত দিন: