odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

ছাত্রলীগে ভাইয়ের রাজনীতি বন্ধ করতে হবে: সাদ্দাম হোসেন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৪ July ২০২৩ ১৬:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪ July ২০২৩ ১৬:২২

ভাইয়ের রাজনীতি, সংগঠনের নামে অবৈধ সুবিধা আদায়ের রাজনীতি থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরত থাকার আহবান জানিয়ে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে, আমাদের বাগাড়ম্বড়তা ত্যাগ করতে হবে, গ্রপিংয়ের রাজনীতি, ভাইয়ের রাজনীতি বন্ধ করতে হবে।

সংগঠনের নাম করে অনৈতিক সুবিধা নেয়ার রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্রলীগকে আদর্শিকভাবে প্রস্তুত করতে হবে।

সোমবার (৩ জুলাই) রাতে রংপুর টাউন হল মাঠে আসন্ন নির্বাচন উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী এবং ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জেলা ছাত্রলীগ সভাপতি এসএম সাব্বির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এসময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক এমপিসহ রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: