odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

বিশ্বের সবচেয়ে ধনী নারীর মৃত্যু

ডেক্সবার্তা | প্রকাশিত: ২২ September ২০১৭ ১৬:৫৫

ডেক্সবার্তা
প্রকাশিত: ২২ September ২০১৭ ১৬:৫৫

বিশ্বের সবচেয়ে ধনী নারী লিলিয়ান বেটেনকোর্ট আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪ বছর। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মেয়ে ফ্র্যাঙ্কোইস বেটেনকোর্ট।

শুক্রবার বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসসহ বিবিসি, দ্য টেলিগ্রাফ, ডেইলি মেইলসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ৯৪ বছর বয়সী এই নারী বিশ্বের ১৩তম ধনী নারী হিসেবে জায়গা করে নিয়েছিলেন। তার মোট সম্পদের পরিমাণ ৪৪ দশমিক ৭ বিলিয়ন ডলার বা প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা।



আপনার মূল্যবান মতামত দিন: