odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 14th December 2025, ১৪th December ২০২৫

প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৭ July ২০২৩ ২৩:০০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৭ July ২০২৩ ২৩:০০

হঠাৎ অবসর ঘোষণার পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন তামিম এবং দুপুরের পর তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন বলে তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে।

গতকাল সন্ধ্যায় হঠাৎ একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, ‘তামিম ইকবালকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী। রাতে ডিনার করবেন তার সাথে।’ যদিও তখন এই খবরের সত্যতা পাওয়া যায়নি। 

তবে আজ দুপুরে হঠাৎ জানা যায়, জুমার নামাজের পর বেলা আড়াইটার দিকে গণভবনে এসেছেন তামিম। ধারণা করা হচ্ছে, অবসর ইস্যুতেই তামিমের কথা হবে প্রধানমন্ত্রীর সাথে।



আপনার মূল্যবান মতামত দিন: