odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

ফুটবলকে বিদায় জানাচ্ছেন র‍্যাপিনা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১০ July ২০২৩ ১৯:০৩

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১০ July ২০২৩ ১৯:০৩

মার্কিন যুক্তরাষ্ট্রের নারী জাতীয় ফুটবল দলের মেগান র‌্যাপিনো ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মৌসুমের শেষে ফুটবলকে বিদায় জানাবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।

র‌্যাপিনো লিখেছেন, ‘কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে, আমি সিদ্ধান্ত নিয়েছি সুন্দর এই খেলাটির এটাই আমার শেষ মৌসুম। কখনো কল্পনা করিনি যে ফুটবল আমাকে এভাবে রূপ দিবে, আমার জীবনকে চিরতরে বদলে দিবে।

তিনি আরো লিখেছেন, ‘অসাধারণ একটি ক্যারিয়ার শেষ করতে পেরে আমি সন্তুষ্ট। এই খেলাটি আমাকে বিশ্বব্যপী পরিচয় এনে দিয়েছে। একই সঙ্গে অসাধারণ কিছু মানুষের সাথে পরিচয়ের উপলক্ষ্য করে দিয়েছে। এতটা দীর্ঘ সময় খেলতে পারাটাও সৌভাগ্যের।

যতটা সাফল্য এসেছে তা কল্পনা করিনি। যাওয়ার আগে এমন একটি প্রজন্মকে সামনে রেখে যাচ্ছি যারা ফুটবলে নিজেদের এতটা সাফল্য কখনই আশা করেনি। এটাই আমার শেষ বিশ্বকাপ, শেষ এনডব্লিউএসএল মৌসুম। 



আপনার মূল্যবান মতামত দিন: