ঢাকা | সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩ ০৪:৩৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩ ০৪:৩৩

টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে মোহাম্মদ আবরার আহীল (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবরার আহীল সিজারুল ইসলাম সিজারের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আবরার খেলতে খেলতে বাসার ভেতরে পরিত্যক্ত ডোবায় পড়ে যায়। পরিবারের দৃষ্টিগোচর হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবাসিক মেডিক্যাল কর্মকর্তা এ এম সাইহাম বলেন, ‘শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়। তবে আমরা ইসিজি করে নিশ্চিত হয়েই মৃত ঘোষণা করি।’

শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন: