odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

অগ্ন্যুৎপাতের আশংকায় আশ্রয়কেন্দ্র ছাড়তে বলছে ইন্দোনেশিয়া

ডেক্সবার্তা | প্রকাশিত: ৩০ September ২০১৭ ১৭:৪৪

ডেক্সবার্তা
প্রকাশিত: ৩০ September ২০১৭ ১৭:৪৪

৫৪ বছর পর ইন্দোনেশিয়ার বালিতে আবারও ফুঁসে উঠছে আগুং নামের আগ্নেয়গিরি। যে কোনো সময় অগ্ন্যুৎপাত হতে পারে বলে সতর্ক করেছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। আর এ আতঙ্কে ঘর ছেড়ে ১ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছে। কিন্তু বালির গভর্নর হাজার মানুষকে আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে বলেছে।

অগ্নুৎপাতের আশঙ্কায় মাউন্ট এলাকার ১২ কিলোমিটার জুড়ে খালি করা হয়। ওই এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। ৭০ হাজার মানুষের জন্য প্রায় ৫০০ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। কিন্তু যারা ডেঞ্জার জোনের বাইরে তারাও আতঙ্কে আশ্রয়কেন্দ্রে চলে এসেছে।

জাতীয় দুর্যোগ প্রশমন এজেন্সির মুখপাত্র সুতোপো পুর্ব নুগরা জানিয়েছেন, কেবল ২৭ গ্রামের বাসিন্দাকে ঘর ছাড়তে বলা হয়েছে। বাকিরা ঘরে ফিরতে পারেন। তারা নিজেরা বা সরকারের সহায়তা নিয়েও ঘরে যেতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন: