odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বিএনপি এখন পা ভাঙা বাঘ : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ July ২০২৩ ২২:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ July ২০২৩ ২২:১১

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে সরকার তা কঠোর হস্তে দমন করবে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।

আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি এখন পা ভাঙা বাঘ আর খাঁচায় বন্দি সিংহ, শুধু গর্জন করতে পারে আর কিছু পারে না।

কাজেই এসব আন্দোলন করে বিশৃংখলা করে কিছু হবে না, সংবিধান মেনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান থেকে এক চুল ছাড় দেওয়া হবে না।



আপনার মূল্যবান মতামত দিন: