odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

চীনে জিমের ছাদ ধসে ১১ জন নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ July ২০২৩ ১৭:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ July ২০২৩ ১৭:১০

চীনে জিমের ছাদ ধসে অন্তত ১১ জন নিহত হয়েছে। ভুক্তভোগীদের অনেকেই কিশোর। যদিও চীনের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনও এই তথ্য নিশ্চিত করেনি। স্থানীয় সময় রবিবার বেলা ৩টার দিকে চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় ছাদ ধসের ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৫ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজন জীবিত আছেন।

সিসিটিভির প্রতিবেদনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, জিমের পুরো ছাদ ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে কাজ করছেন।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন, ভারী বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে।

সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: