odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

এলপিএলে খেলার প্রস্তাব পেলেন তাসকিন-হৃদয়

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৫ July ২০২৩ ১৭:২৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৫ July ২০২৩ ১৭:২৭

শ্রীলঙ্কার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) টি-টোয়েন্টিতে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার তাওহিদ হৃদয়। তাসকিনকে দলে নিতে চায় ডাম্বুলা আউরা এবং হৃদয়কে প্রস্তাব দিয়েছে জাফনা কিংস। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষায় আছেন তারা। 

জাতীয় দলের খেলা থাকায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিস করেছেন তাসকিন। কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এই তারকা পেসার। কিন্তু বিশ্বকাপ সামনে থাকায় কাজের চাপ বিবেচনায় তাকে অনাপত্তিপত্র  দেওয়া হয়নি। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে আইপিএলে লখনউ সুপার জায়ান্টস এবং পিএসএলে মুলতান সুলতানসের প্রস্তাব ফিরিয়ে দেন তাসকিন।

বিসিবির গ্রীন সিগনাল পেলে এবার লংকান প্রিমিয়ার লীগে দেখা যেতে পারে এই দুই তারকাকে। 



আপনার মূল্যবান মতামত দিন: