odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

পাঁচ বছর পর কলকাতায় যাচ্ছেন শাকিব

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ July ২০২৩ ২১:২১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ July ২০২৩ ২১:২১

কলকাতায় যাচ্ছেন শাকিব খান। শেষ ২০১৮ সালে ভারতে রাজ বিশ্বাস পরিচালিত সিনেমা ‘নাকাব’-এ তাকে দেখেছিল দর্শক। মাঝে কেটে গেছে পাঁছ বছর। করোনা পরিস্থিতির পরে বাংলাদেশ থেকে কলকাতায় যাননি এই অভিনেতা।

জানা গেছে, চলতি বছরের আগস্টে কলকাতায় যাচ্ছেন শাকিব, এসকে মুভিজের সাথে মিটিং হওয়ার কথা। সব ঠিক থাকলে খুব শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করবেন। এর আগেও এসকে মুভিজ প্রযোজিত সিনেমায় দেখা গেছে তাকে। ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’ সিনেমায় দর্শকরা দেখছে তাকে। এবার কোনো নায়িকার সাথে জুটিতে দেখা যাবে শাকিবকে? তা নিয়ে প্রশ্ন চারদিকে।

সূত্র বলছে, এখনো নায়িকা ঠিক হয়নি। গল্প নিয়ে আলোচনার করার জন্যই নাকি কলকাতায় যাবেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: