odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

জোড়া গোলে মিয়ামিকে জেতালেন মেসি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৬ July ২০২৩ ১৬:১৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৬ July ২০২৩ ১৬:১৮

জিততে ভুলে যাওয়া ইন্টার মিয়ামি বদলে গেল লিওনেল মেসির ছোঁয়ায়। যুক্তরাষ্ট্রের এই দলটি তুলে নিল টানা দ্বিতীয় জয়। এবারো জয়ের নায়ক আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। বুধবার ভোরে লিগস কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মিয়ামি।

জোড়া গোল ও এক অ্যাসিস্ট করেছেন মিয়ামির অধিনায়ক মেসি। ম্যাচের অষ্টম মিনিটেই গোলের খাতা খোলেন তিনি। আর ব্যবধান দ্বিগুণ করেন ২২তম মিনিটে। মেসির দ্বিতীয় গোলটির জোগান দিয়েছিলেন রবার্ট টেইলর, যিনি নিজেও পরে করেন দুই গোল। 

বিরতির আগ মুহূর্তে টেইলর গোল করেন, ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি। বিরতির পর ম্যাচের ৫৪তম মিনিটে গোল করে ব্যবধান ৪-০ করেন টেইলর। পরে আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মিয়ামি।



আপনার মূল্যবান মতামত দিন: