odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম রাজ্যে বন্দুক হামলা: নিহত ৩৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ July ২০২৩ ১৮:০২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ July ২০২৩ ১৮:০২

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম জামফারা রাজ্যে বন্দুক হামলায় সাত সেনাসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছে। সোমবার বিকেলে দান গুলবি জেলায় এই হামলার ঘটনা ঘটে। দেশটির একটি নজরদারি গোষ্ঠীর প্রধান এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

লাওয়ালি জোনাই নামের একজন বাসিন্দা বলেছেন, ‘এই হামলায় ২৭ জন গ্রামবাসী নিহত হয়েছেন এবং সাতজন সামরিক কর্মীও তাদের হামলায় প্রাণ হারান।

মূলত বন্দুকধারীদের ভয়ঙ্কর এই হামলা থেকে গ্রামবাসীকে সাহায্য করার জন্য আসার পথে ওই সেনা সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

’হামলা ও প্রাণহানির ঘটনাটি নিশ্চিত করার জন্য জামফারা প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি ।

সূত্র : রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: