odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

দুর্বৃত্তদের কোনও দল নেই: ওবায়দুল কাদের

ডেক্সবার্তা | প্রকাশিত: ৪ October ২০১৭ ১৮:৪১

ডেক্সবার্তা
প্রকাশিত: ৪ October ২০১৭ ১৮:৪১

দুর্বৃত্তদের কোনও দল নেই। তাই তাদের ভয় না পেতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আপনারা ভয় পাবেন না।  আমরা  সবসময় আপনাদের পাশে আছি।’

বুধবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে এক বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি বৌদ্ধ সম্প্রদায়কে বলবো নিজেদের কখনও মাইনোরিটি ভাববেন না। বুকে বল নিয়ে চলবেন। আপনাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৌদ্ধ সম্প্রদায়ের যেকোনো বিপদে আগে আওয়ামী লীগকে জানাবেন। দুর্বৃত্তদের কোনও দল নেই। দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের দল ও সরকারের  জিরো টলারেন্সে।’



আপনার মূল্যবান মতামত দিন: