odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বেইজিংয়ে ভারী বৃষ্টিপাতে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ August ২০২৩ ২০:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ August ২০২৩ ২০:১৩

চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বর্ষণে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এবং আরো ২৭ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভারি বৃষ্টিপাতে রাস্তা-ঘাট তলিয়ে গেছে এবং কাদায় আশেপাশের এলাকা প্লাবিত হয়ে গেছে।

আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, বৃষ্টিপাতে কমপক্ষে ১১ জন নিহত এবং ২৭ জন নিখোঁজ রয়েছে।

আরো বলা হয়, নিহতদের মধ্যে দুইজন ত্রাণ ও উদ্ধার কর্মী। কর্তব্যরত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ট্যাবলয়েড দ্য গ্লোবাল টাইমস জানিয়েছে, পুরো শহর থেকে ১ লাখ এরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র : দ্য ডন



আপনার মূল্যবান মতামত দিন: