odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

অধিনায়কত্ব ছাড়লেন তামিম, খেলবেন না এশিয়া কাপে

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৪ August ২০২৩ ০৪:৩৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৪ August ২০২৩ ০৪:৩৫

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপেও তিনি খেলবেন না। এশিয়া কাপ শেষে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারবেন বলে আশা করছেন এই ওপেনার।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন তামিম।

দুই দিন ধরে বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক নিয়ে নানা আলোচনা চলছিল তামিমের। অবশেষে আজ হয়েছে ওই বৈঠক। সেখানে বড় আলোচনার বিষয় ছিল তামিমের অধিনায়কত্ব। বিসিবি সভাপতির বাসায় অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তামিম ইকবাল।

তিনি জানান, আজকে থেকে বাংলাদেশ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

তামিম বলেন,‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালোভাবে খেলায় মনোযোগ দেব। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এর পরই আমি সিদ্ধান্ত নিয়েছি।’



আপনার মূল্যবান মতামত দিন: