odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

গলাচিপায় শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশিত: ৭ August ২০২৩ ২১:৫৯

নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ৭ August ২০২৩ ২১:৫৯

পটুয়াখালীর গলাচিপায় শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষে সোমবার (৭ আগস্ট) সকাল ১০ টায় চর হরিদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চর হরিদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা সুলতানা সালমার সঞ্চালনায় ও চর হরিদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. হালিম মিয়া। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. দুলাল প্যাদা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বিদ্যালয়ের শিক্ষার মান, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: