odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১১ August ২০২৩ ২০:৪২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১১ August ২০২৩ ২০:৪২

অবশেষে বাংলাদেশ জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (১১ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।

এছাড়াও এই দুই টুর্নামেন্টের মাঝে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব। সংবাদ সম্মেলনে এ কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। 

এর আগে ২০১৭ সালের এপ্রিলে সাকিবকে টি-টোয়েন্টির দায়িত্ব দিয়ে তিন ফরম্যাটে তিন অধিনায়কের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ধারা থেকে আবার প্রত্যাবর্তন করতে হল বিসিবিকে। আবার সাকিবের হাত ধরেই তিন ফরম্যাটে এক অধিনায়ক তত্ত্বে ফিরে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তামিম নেতৃত্ব ছাড়ার সপ্তাহ খানেক পরেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি। এই সময়ে একাধিক নাম ঘিরে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সাকিবের অভিজ্ঞতায়ই আস্থা রাখল বোর্ড।



আপনার মূল্যবান মতামত দিন: