odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার ৮

মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা) | প্রকাশিত: ১২ August ২০২৩ ০২:২৫

মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা)
প্রকাশিত: ১২ August ২০২৩ ০২:২৫

নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলার মাঘান গ্রামের মো. বাবু মিয়া, দেওথান গ্রামের মো. আবুল হোসেন, আবুল বাশার ওরফে বাদশা, পেরিরচর গ্রামের মো. রেহান মিয়া ও শ্রীরামপুর গ্রামের  মো. মনির হোসেনকে বিভিন্ন ওয়ান্টে গ্রেফতার করা হয়।

মাইলোড়া গ্রামের মো. ইমরান মিয়াকে পাঁচ পুরিয়া  হেরোইন ও পাঁচ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

এছাড়া গরু চুরির অভিযোগে আটপাড়া উপজেলার বামুন্দি গ্রামের জুনেদ মিয়া ও একই উপজেলার দৌলতপুর গ্রামের কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। 

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: