odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

ফরিদপুরে পদ্মা নদীর ভাঙন আতঙ্ক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ August ২০২৩ ০২:৪৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ August ২০২৩ ০২:৪৭

ফরিদপুর সদর উপ‌জেলায় পদ্মা নদীর ভাঙন আতঙ্ক দেখা দি‌য়ে‌ছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ক‌য়েক শ একর ফস‌লি জমি ও বিদ্যালয়, সেতু, কমিউনিটি ক্লিনিক ও মসজিদ।

সদরের ডিক্রিরচর ইউনিয়নের আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, পালডাঙ্গী, নাজির বিশ্বাসের ডাঙ্গী, ফকিরডাঙ্গী এলাকার বেশ কয়েকটি বসতভিটা পদ্মায় বিলীন হয়ে গেছে। নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ১০০ একর ফসলি জমি। 

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ ছাড়া স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ফরিদপুরে সদরের ইউএনও লিটন ঢালী বলেন, নদীগর্ভে কোনো বাড়িঘর বিলীন হয়নি। তবে যখন ভাঙন দেখা দেয় তখন বাড়িঘরগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক কামরুল আহসানের তালুকদার বলেন, ‘ফরিদপুরে বড় ধরনের তেমন কোনো নদীভাঙন দেখা দেয়নি। এ ছাড়া বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ারও আশঙ্কা নেই। তবুও আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেওয়া হচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন: