odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হলো জিপিএস প্রযুক্তি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ August ২০২৩ ০৬:০৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ August ২০২৩ ০৬:০৪

যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার বাড়ছে ক্রিকেটে। পিছিয়ে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এশিয়া কাপের আগে জিপিএস প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ ক্রিকেট দল। আজ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন সেশনে প্রথমবারের মতো জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়। 

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ডেভিড মুরকে হেড অব প্রগ্রাম হিসেবে নিয়োগ দেয় বিসিবি। দায়িত্ব নেওয়ার পর তিনি বাংলাদেশের ক্রিকেটে জিপিএস চালু করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আজ ক্যাটাপল্ট কম্পানির তৈরি ‘জিপিএস ভেস্ট’ পরে তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা অনুশীলন করেন। এই ভেস্ট বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য জিপিএস অ্যান্টেনাকে অন্য সেন্সরগুলোর সঙ্গে যুক্ত করে।

জানা গেছে, এই প্রযুক্তি থেকে ক্রিকেটারদের কাজের চাপ ও সব ধরনের তথ্য পাওয়া যাবে। একজন ক্রিকেটার অনুশীলনের সময় কতটা দৌড়াচ্ছেন, তার হৃৎস্পন্দনের গতি কত ছিল, কতটুকু হেঁটেছেন, সব তথ্য জিপিএস প্রযুক্তির মাধ্যমে ল্যাপটপে স্থানান্তরিত হবে। এই সিস্টেমে প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভিন্ন ভিন্ন ‘অ্যাকাউন্ট’ থাকবে।

যার মাধ্যমে কোচিং স্টাফ সহজেই জানতে পারবেন কোন ক্রিকেটারের ফিটনেস কী অবস্থায় আছে। একজন খেলোয়াড় ম্যাচ খেলার জন্য ফিট কি না, সেটি তার নামের পাশে সবুজ-হলুদ বা লাল চিহ্ন দ্বারা বোঝা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: