odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

ভারতকে উড়িয়ে উইন্ডিজের সিরিজ জয়

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৪ August ২০২৩ ১৬:৪৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৪ August ২০২৩ ১৬:৪৫

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ এ সমতা বিরাজ করছিল। ফলে রবিবার রাতের পঞ্চম ও শেষ ম্যাচটি পরিণত হয়েছিল সিরিজ নির্ধারণীতে। অঘোষিত সেই ফাইনালে ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারতের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ক্যারিবীয়রা পৌঁছে যায় ১২ বল হাতে রেখে। উইন্ডিজের পক্ষে ৩১ রানে ৪টি উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড।

অন্যদিকে পুরান ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন। আর কিং মাঠ ছাড়েন দলকে জিতেয়ে। ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন সূর্যকুমার যাদব(৬১)। 



আপনার মূল্যবান মতামত দিন: