odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

জাতীয় শোক দিবস উপলক্ষে কামারগাঁ ইউনিয়নে খাবার বিতরণ

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি | প্রকাশিত: ১৬ August ২০২৩ ০৫:৫২

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ August ২০২৩ ০৫:৫২

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন দক্ষিন ও উত্তর আওয়ামী লীগের যৌথ আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সাথে পরিষদ চত্তরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

এছাড়া মাদারীপুর বাজারে অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তলন শেষে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এছাড়াও দুপুরে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় উত্তর আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারগাঁ দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ। বিশেষ অতিথি দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও মেম্বার লুৎফর রহমান,উত্তর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী প্রমূখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: