odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: মেনন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ August ২০২৩ ১৫:০৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ August ২০২৩ ১৫:০৩

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোনো বিশেষ দল বা বিদেশি রাষ্ট্রের এজেন্ডায় সরকার পরিবর্তন হবে না।

শনিবার সকাল ১১টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির (এনেক্স ভবন) মিলনায়তনে জেলা ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন আরও বলেন, বিএনপি জামায়াত সরকারের পতন ঘটিয়ে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।

এ দেশের স্বাধীনতাকামী ও গণতান্ত্রমনা মানুষ যে কোনো মূল্যে তাদের প্রতিহত করবে। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের রাজপথে থেকে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: