odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

বাংলাদেশের ফুটবলের পাশে থাকবে এএফসি

ডেক্সবার্তা | প্রকাশিত: ৩০ October ২০১৭ ১৮:৩৯

ডেক্সবার্তা
প্রকাশিত: ৩০ October ২০১৭ ১৮:৩৯

বাংলাদেশ ফুটবলকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবলের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাকে ক্রেস্ট দিয়ে সম্মানোনা জানান। এরপর বাফুফের সভাপতি তার বক্তব্যে জানান, এএফসি সভাপতির এই সফর বাংলাদেশের ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার এই সফর বাংলাদেশের ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আসায় আমরা আনন্দিত।

এএফসির সভাপতি ছাড়াও ফিফার উন্নয়ন কমিটির চেয়ারম্যান সালমান বিন ইব্রাহিম আল খলিফা। তিনি বাংলাদেশ ফুটবলের উন্নয়ন সম্পর্কে বলেন, বাংলাদেশ ফুটবলের উন্নয়নের জন্য খেলোয়াড়, কোচ ও ভৌত অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন।

তিনি বলেন, ভালো দল গঠনের জন্য তৃণমূল পর্যায় থেকে (প্রতিযোগিতার মাধ্যমে) খেলোয়াড় তুলে আনতে হবে।

বাংলাদেশ ফুটবলের জন্য একাডেমি কতটা গুরুত্বপূর্ণ এমন প্রশ্নের জবাবে এএফসি সভাপতি বলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল খুবই ভালো,অনূর্ধ্ব-১৭ দলও ভালো। আপনাদের বয়সভিত্তিক সব দলেই ভলো খেলোয়াড় রয়েছে। আমি মনে করি আপনাদের ভবিষ্যত খুবই উজ্জ্বল।



আপনার মূল্যবান মতামত দিন: